কমর আলী খান উচ্চ বিদ্যালয়টি ভাটি তথা হাওড় অঞ্চলে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিন পাশে একটি বিশাল খেলার মাঠ আছে। মাঠের পশ্চিম পাশে একটি জামে মসজিদ রয়েছে।বিদ্যালয়ের পশ্চিম পাশে হুমায়ূনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং তারও পশ্চিম পাশে পূর্ব পাকিস্তানের গভর্নর জনাব মোনেম খান সাহেবের দর্শনীয় দ্বিতল বিশিষ্ট একটি বাসভবন রয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসের সাথে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
ইতিহাস :
কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলার হাওড় অঞ্চলে ০১ নং হুমাইপুর ইউনিয়নে পূর্ব পাকিস্তানের গভর্নর জনাব মোনেম খান ১৯৬৮ খ্রি. হুমাইপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি ২.১০ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি সহ-শিক্ষাক্রম চালু আছে। বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এলাকার অসহায় গরীব কৃষকের ছেলেমেয়েদের শিক্ষার কথা বিবেচনা করে পূর্ব পাকিস্তানের গভর্নর জনাব মোনেম খান এর একমাত্র সুযোগ্য সন্তান জনাব এ. এইচ. এম. কামরুজ্জামান খান খসরু বিদ্যালয়ে নবম শ্রেণি খোলার মধ্য দিয়ে ১৯৯৩ খ্রি. থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে কমর আলী খান উচ্চ বিদ্যালয় হিসাবেপ্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজ ও বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত কমিটি গঠনে সর্বোপরি সহযোগিতা করেন। ১৯৯৫ খ্রি. হতে কমর আলী খান উচ্চ বিদ্যালয়ের নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণ করে সুনামের সহিত ফলাফল করে আসছে। বিদ্যালয়টিতে ৮ (আট) কক্ষ বিশিষ্ট ৪ (চার) তলা একটি ভবন নির্মিত হয়েছে এবং বিদ্যালয়টিতে আংশিক সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মাহবুবুল আলম | 01714991292 | mahbubulalam282890@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মো: মানিক মিয়া | ০১৯১৪৪৯১৬৭৩ | manikmia283435@gmail.com | |
মো: মফিজুর রহমান | ০১৯১৪৯৭৫৩২৩ | mdmofizurrahman1964@gmail.com |
ক্রমিক নং
|
শ্রেণি
|
ছাত্র
|
ছাত্রী
|
মোট
|
১ | ষষ্ঠ
|
২৩ | ২৫ | ৪৮ |
২ | সপ্তম
|
২৫ | ২৮ | ৫৩ |
৩ | অষ্টম
|
৩৮ | ৫৮ | ৯৬ |
৪ | নবম
|
৪৩ | ৬৬ | ১০৯ |
৫ | দশম
|
৪১ | ৬১ | ১০২ |
৬ | মোট
|
১৭০ | ২৩৮ | ৪০৮ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য :
বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের জন্য প্রক্রিয়াধীন।
ক্রমিক নং |
বিগত ৫ বছরের JSC পরীক্ষার ফলাফল
|
পাশের হার |
|||
১ |
২০২০ |
১৪০ |
১৪০ |
১৪০ |
১০০% |
২ |
২০১৯ |
১২০ |
১৩১ |
৯৪ |
৭১.৭৬% |
৩ |
২০১৮ |
৮৬ |
৯৭ |
৭৪ |
৭৬.২৯% |
৪ |
২০১৭ |
৭৫ |
৮০ |
৪৭ |
৫৮.৭৫% |
৫ |
২০১৬ |
৫৮ |
৬২ |
৩৬ |
৫৮.০৬% |
ক্রমিক নং |
বিগত ৫ বছরের SSC পরীক্ষার ফলাফল
|
পাশের হার |
|||
১ |
২০২১ |
৯২ |
১০০ |
৯১ |
৯১% |
২ |
২০২০ |
৬০ |
৬৮ |
৫১ |
৭৫% |
৩ |
২০১৯ |
৭০ |
৮৫ |
৫৭ |
৬৭.০৬% |
৪ |
২০১৮ |
৭২ |
৮৪ |
৫৫ |
৬৫.৪৮% |
৫ |
২০১৭ |
৩৮ |
৪৫ |
৩৯ |
৮৬.৬৬% |
শিক্ষাবৃত্ত তথ্যসমূহ : প্রতি বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণের টাকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের স্ব স্ব হিসাবে প্রেরণ করা হয়।প্রতি বছর ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৪০% এবং ছাত্র ২০% হিসেবে উপবৃত্তির আওতায় অন্তর্ভূক্ত করা হয়।
অত্র কমর আলী খান উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ খ্রি. হুমাইপুর নিম্ম মাধ্যমিক জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৩ খ্রি.
নবম শ্রেণি খোলার মধ্য দিয়ে সাফল্যের সাথে পরিচালিত হয়ে বর্তমানে কমর আলী খান উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করেছে।
০১ নং হুমাইপুর ইউনিয়নে কোনো কারিগরি প্রতিষ্ঠান নাই এবং কোনো কলেজ প্রতিষ্ঠিত হয় নাই। অত্র এলাকার ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার জন্য এলাকার বাইরে গিয়ে লেখাপড়া সম্পন্ন করতে হয়। কিন্তু অনেক গরীব অসহায় কৃষকের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছা থাকা সত্তে¡ও দূরের কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করার খরচ চালানো সম্ভব হয়নি। তাই কমর আলী খান উচ্চ বিদ্যালয়টির সাথে কারিগরিসহ কলেজে রূপান্তরিত করা।
যে কোনো অবস্থান থেকে বাজিতপুর বাজার। বাজিতপুর বাজার থেকে অটো রিক্সা বা সিএনজি নিয়ে পাটুলী নদীর ঘাট।
নদী পাড় হয়ে অটো রিক্সা বা বাইকে করে হুমাইপুর কমর আলী খান উচ্চ বিদ্যালয়ে আসা যায়।
মেধাবী ছাত্রবৃন্দ :
মো. হান্নান মিয়া ( ডিপ্লোমা ইঞ্জিনিয়ার )
মো. সুমন মিয়া ( ডিপ্লোমা ইঞ্জিনিয়ার )
মো. এরফানুল হক নাহিদ ( বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ি )
মো. আনোয়ার শাহ ( লেকচারার )
মো. নজরুল ইসলাম ( ডিপ্লোমা ইঞ্জিনিয়ার )
সুনীল চন্দ্র দাস ( ব্যাংক অফিসার )
মো. সুমন মিয়া ( র্যাব অফিসার )
মো. জুবায়ের হোসেন ( ব্যাংক অফিসার )
হরি কুমার দাস ( সাব জজ )
সুমন চন্দ্র দাস ( সহকারী শিক্ষক )
কৌশিক চন্দ্র দাস ( সহকারী শিক্ষক )
বিকাশ চন্দ্র দাস ( সহকারী শিক্ষক )
মো. ফারুক আহমেদ ( সহকারী শিক্ষক )
মো. হান্নান মিয়া ( সহকারী শিক্ষক )
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস